Ads 468x60px

Labels

Sample text

Sample Text

Tuesday, July 17, 2012

আইফোন এ যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি যা চুরি হওয়া মোবাইল টিকে নিজে নিজেই নষ্ট করে দিবে।

আপনি হয়তো মাঝে মধ্যেই আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পারেন যে তার দামি Mobile টি চুরি হয়ে গেছে। কখনও কখনও এই ঘটনাটি আপনার নিজের সাথেও ঘটে থাকে। শখের দামি Mobile টি চুরি হয়ে যাওয়া মানে যে কি সেটা কেবলমাত্র সেই বলতে পারে যার হারিয়েছে। কিন্তু যদি এমন হত যদি  চুরি হয়ে যাওয়া Mobile টি নিজে নিজেই নষ্ট হয়ে যেত?

তাহলে অন্তত কিছুটা হলেও শান্তি পাওয়া যেত এই ভেবে যে চোর তখন আর ওই Mobile টি ব্যবহার করতে পারবেনা। এর ফলে Mobile চুরি হওয়া অনেকাংশে কমে যাবে।
Mobile চুরি রোধ করার জন্য Apple তাদের iphone এ নতুন প্রযুক্তি যুক্ত করেছে। যার ফলে চুরি হওয়া  Mobile টি নিজে নিজেই নষ্ট হয়ে যাবে। এক কথায় Self-Destruct হবে। এই বিষয়ে একটি Video আপনাদের সাথে শেয়ার করলাম।

0 comments:

Post a Comment

Thanx for comments