১.প্রথমে সিডি/ডিভিডি রমে সিডি/ডিভিডি ডিস্কটি প্রবেশ করান ।
ডিস্কটি কপি করে যে কোনও ড্রাইভে একটি ফোল্ডারের মধ্যে পেস্ট করুন ।
(বি:দ্র:মনে রাখবেন অ্যান্টিভাইরাস ইনস্টল দেয়া থাকলে, কপি করার সময় তা ডিজেবল রাখতে হবে । কারন আপনার কপি করা ফাইল সমূহ , অ্যান্টিভাইরাস নস্ট করে দিতে পারে ।)
২.এরপর WinSetupFromUSB সফটওয়্যার টি ডাউনলোড করুন,
নিচের লিংক গুলি থেকে :
লিংক ১ (লেটেস্ট ভার্সন)
৩.পেনড্রাইভকে পিসির সাথে সংযুক্ত করুন ।পেনড্রাইভকে ফরম্যাট করে নিন এবং পিসির সাথে সংযুক্ত অবস্থাতেই রাখুন।
৪. ডাউনলোড হয়ে গেলে WinSetupFromUSB সফটওয়্যার টি চালু করুন ।
৪. ডাউনলোড হয়ে গেলে WinSetupFromUSB সফটওয়্যার টি চালু করুন ।
৫. WinSetupFromUSB সফটওয়্যার টি চালু হবার পর, আপনি যেই অপারেটিং সিস্টেম টি কে পেনড্রাইভে বুটেবল করতে চান, তার নামের পাশে চেক বক্সে ক্লিক করুন,
![](http://itunesbd.files.wordpress.com/2012/07/1.jpg)
এরপর ব্রাউজ বাটনে ক্লিক করে ,যেই ফোল্ডারে সিডি/ডিভিডি ডিস্কটি কপি করে রেখেছিলেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করে OK করুন
![](http://itunesbd.files.wordpress.com/2012/07/2.jpg)
৬. GO বাটনে ক্লিক করুন । বুটেবল প্রক্রিয়া শুরু হয়ে যাবে ।
![](http://itunesbd.files.wordpress.com/2012/07/3.jpg)
![](http://itunesbd.files.wordpress.com/2012/07/4.jpg)
৭. কিছুক্ষন অপেক্ষা করুন (৫-১০ মিনিট) ।
৮. বুটেবল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল “Job Done !’’ মেসেজ দেখাবে ।
![](http://itunesbd.files.wordpress.com/2012/07/5.jpg)
OK করুন । এরপর EXIT বাটনে ক্লিক করুন ।
৯. পিসি রিস্টার্ট দিয়ে বুট মেনুতে প্রবেশ করে, First Boot Device হিসাবে USB Device টি সিলেক্ট করুন ।
৯. পিসি রিস্টার্ট দিয়ে বুট মেনুতে প্রবেশ করে, First Boot Device হিসাবে USB Device টি সিলেক্ট করুন ।
১০.পেন ড্রাইভ থেকে বুট হবার পর পরবর্তী অপশান গুলো নিজে থেকেই কাজ করা শুরু করবে ।
পেন ড্রাইভ থেকে বুট হবার পর
Try(hd0,0) : FAT 32 :
» EXPER IMENTAL-Start PLoP boot manager
» Windows XP/2000/2003 Set up
অপশানগুলো আসলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে ।
এরপর আবার,
» First part of windows xp professional sp2/sp3 setup from partition 0
» Second part of 2000/xp/2003setup/Boot first internal hard disk
অপশানগুলো আসলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে ।
(উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে এরকম অপশান আসবে, উইন্ডোজ ৭/৮ এর ক্ষেত্রেও প্রায় একই অপশান আসবে এবং পেন ড্রাইভ থেকে বুট হবার পর একইভাবে প্রথমে ৮ সেকেন্ড ও এরপর আবার ৮ সেকেন্ড অপেক্ষা করতে হবে)
এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, "পেন ড্রাইভ থেকে বুট হবার পর প্রথমে ৮ সেকেন্ড ও এরপর আবার ৮ সেকেন্ড অপেক্ষা করাই শ্রেয় ।
কারণ এখানে কোনও অপশানের সামান্যতম পরিবর্তন, উইন্ডোজ ইনস্টলেশানের ব্যাঘাত ঘটাতে পারে" । এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন ।
(বি:দ্র: প্রথমবার উইন্ডোজ সেটাপ শুরু হতে একটু দেরি হবে । )
১১.বাকী কাজগুলো, সিডি/ডিভিডি থেকে উইন্ডোজ ইনস্টল দেবার মতো করেই সম্পন্ন করুন ।